Bangla
2 years ago

সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

Published :

Updated :

প্রথম সুযোগটিই কাজে লাগাল বাংলাদেশ। হেডে লক্ষ্যভেদ করলেন সুমন রেজা। সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বুধবার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ। দলকে নবম মিনিটে এগিয়ে নেন উত্তর বারিধারার ফরোয়ার্ড সুমন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এবারের আসরে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেপাল। ফাইনালে উঠতে ড্রই যথেষ্ট তাদের জন্য। অন্যদিকে, ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই।

চারটি পরিবর্তন এনে নেপাল ম্যাচের সেরা একাদশ সাজান ব্রুসন। কার্ডের কারণে দলে নেই ইয়াসিন আরফাত। রহমত মিয়া, সোহেল রানা, মতিন মিয়ার জয়গা হয়নি। তাদের বদলে টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, রাকিব হোসেন, সুমন রেজাকে খেলান কোচ।

শুরুর দিকে বলের নিয়ন্ত্রণে নেপাল কিছুটা আধিপত্য করলেও দ্রুতই গুছিয়ে ওঠে বাংলাদেশ। কাঙ্ক্ষিত গোলও পায় তারা। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেন ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বাংলাদেশ। জামালের ফ্রি কিকে নেপালের এক খেলোয়াড় মাথা ছোঁয়ালেও বিপদমুক্ত করতে পারেননি। বক্সে ভালো অবস্থায় থাকা সুমন জাল খুঁজে নেন।

সাফের চলতি আসরে এই প্রথম বাংলাদেশের কোনো ফরোয়ার্ড গোল পেলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে ডিফেন্ডার তপু বর্মন এবং শক্তিশালী ভারতের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে আরেক ডিফেন্ডার ইয়াসিন লক্ষ্যভেদ করেছিলেন।

একটু পর সাদউদ্দিনের শট বাইরে যায়। ২৩তম মিনিটে অঞ্জন বিস্তার ফ্রি কিক অনেকটা লাফিয়ে ফিস্ট করে আটকান আনিসুর রহমান জিকো। দুই মিনিট পর বক্সের ডান দিক দিয়ে আক্রমণে ওঠার সুযোগ ছিল সাদউদ্দিনের সামনে, কিন্তু অরক্ষিত এই ফরোয়ার্ড তাড়াহুড়ো করে শট নেন। বল বেরিয়ে যায় দূরের পোস্টের অনেক বাইরে দিয়ে যায়।

Share this news