Published :
Updated :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত করে তাদের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য স্পষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছে।
এ দাবির প্রতি সমর্থন জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৮ মে) রাতে ১০টা থেকে তিনি এই অবস্থান কর্মসূচি শুরু করার কথা জানান। ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, "গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের স্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে।"
তিনি আরও লিখেছেন, "যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ করার স্পষ্ট বক্তব্য নেই, তার সঙ্গে আমরা থাকব না।"