Bangla
a day ago

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Published :

Updated :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৪ মে) তিনি নিজ জন্মস্থানে পৌঁছাবেন এবং সেখানে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন।

মঙ্গলবার (১৩ মে) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ড. ইউনূস চট্টগ্রাম সফরকালে বেশ কয়েকটি পূর্বনির্ধারিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তার সফরের অংশ হিসেবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া, তিনি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে অবস্থিত তার পৈতৃক বাড়িও পরিদর্শন করবেন।

চট্টগ্রামে পৌঁছানোর পর ড. ইউনূস চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে আয়োজিত এক সভায় অংশ নেবেন। সেখানে তিনি বন্দর ও নৌপরিবহন খাতের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের শেষ অংশে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে যাবেন এবং কর্ণফুলী নদীর ওপর নির্মিতব্য কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এই সেতু চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়ার একটি অংশসহ নদীর দক্ষিণ তীরে বসবাসরত লাখো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে। 

Share this news