আতশবাজি থেকে যেভাবে নিরাপদ রাখবেন আপনার পোষা প্রানীকে
নতুন বছর মানেই মানুষের জীবনে হাসি, গান আর আতশবাজির ঝলকানি। আমরা যখন ঘড়ির কাটার দিকে তাকিয়ে কাউন্টডাউনের অপেক্ষা করি, ঠিক তখনই শহরের প্রাণীগুলো মুখোমুখি হয় অন্য এক বাস্তবতার। আতশবাজির বিকট শব্দে কেঁপে ওঠে পথকুকুর, কার্নিশে বসে থাকা পাখিরা দিশেহারা হয়ে উড়ে যায়, আর ঘরে থাকা পোষা প্রাণীটি ভয়ে লুকিয়ে পর
