Bangla
13 days ago

গাজীপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার; চিরকুটে পাশাপাশি কবরের অনুরোধ

Published :

Updated :

গাজীপুরের শ্রীপুরের একটি বাসা থেকে শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি চিরকুটও উদ্ধার করা হয়।

নিহত মো. ইসরাফিল (১৭) শেরপুর জেলার ঝিনাইগাতি থানার হলদি গ্রামের মো. মফিজুল হকের ছেলে ও মোছা. রোকেয়া খাতুন (১৫) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তারি গ্রামের আবুল কাশেমের মেয়ে।

প্রেমের সম্পর্কে জড়িয়ে সাত-আট মাস আগে তারা পরিবারের অমতে বিয়ে করেন। ইসরাফিল একটি ওয়ার্কশপে এবং রোকেয়া পোশাক কারখানায় কাজ করতেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

নিহত ইসরাফিলের বাবা মফিজুল হক জানান, মুলাইদ এলাকায় তাদের ভাড়া বাসায় থাকত ইসরাফিল। পরিবারের অমতে রোকেয়ার সঙ্গে বিয়ের পর ইসরাফিল স্ত্রীকে নিয়ে অন্যত্র চলে যায়।

পরে বুঝিয়ে-সুঝিয়ে স্ত্রীসহ তাকে আবার ফিরিয়ে আনা হয়। এরপর তাদের পাশের ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিল ইসরাফিল ও রোকেয়া।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে ইসরাফিলের ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে যান। তখন ইসরাফিলকে ফ্যানের সঙ্গে ওড়নায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় এবং রোকেয়ার মরদেহ খাটের উপর বিছানায় দেখতে পান।

পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, লাশের পাশের টেবিলে একটি চিরকুট পাওয়া গেছে।

চিরকুটে ইসরাফিল তার কবরের পাশে স্ত্রীকে কবর দিতেও মাকে অনুরোধ করেছেন ।

পরিদর্শক সাখাওয়াত বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রথমে স্ত্রী আত্মহত্যা করেন। বিষয়টি সইতে না পেরে স্বামীও আত্মহত্যা করেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Share this news