প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘটিত সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে।
আজ শুক্রবার (২৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম মীর আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে ২৩ জুলাই এই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত ২১ জুলাই যাত্রাবাড়ী থানাধীন কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। বিকেলে অভিযুক্তদের হামলায় তিনি মাথায় গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট তার মৃত্যু হয়।