Bangla
3 days ago

২৪ ঘণ্টায় নতুন ১৩৪ ডেঙ্গু রোগী শনাক্ত

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গত ২৪ ঘণ্টায় আরও ১৩৪ নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় এ বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৭১০ জনে।

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদফতর (ডিজিএইচএস) জানায়, এই সময়ে নতুন কোনো মৃত্যু হয়নি, তাই এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১০৪।

ডিজিএইচএস-এর তথ্যানুযায়ী, নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩২টি (সিটি কর্পোরেশন ছাড়া), চট্টগ্রাম বিভাগে ১৭টি (সিটি কর্পোরেশন ছাড়া), ঢাকা বিভাগে ২০টি (সিটি কর্পোরেশন ছাড়া), ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪টি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৪টি, খুলনা বিভাগে ১৪টি (সিটি কর্পোরেশন ছাড়া), ময়মনসিংহ বিভাগে ৪টি এবং রাজশাহী বিভাগে ৯টি।

বর্তমানে দেশে বিভিন্ন হাসপাতালে ১,২৭৮ জন রোগী চিকিৎসাধীন।

 

শেয়ার করুন