
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

সম্প্রতিলীগ আওয়ামী নিষিদ্ধের ঘটনাকে "ঐতিহাসিক" আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি লেখেন, "খুনি সন্ত্রাসী লীগ নিষিদ্ধের মতো একটা ঐতিহাসিক ঘটনার পরে আমাদের সিসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমাদের বিভেদ কেবল গণহত্যাকারীদেরকে শক্তিশালীই করবে না বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে।"
পোস্টে তিনি সতর্ক করেন, আন্দোলনের আংশিক সফলতা পেয়ে আত্মতুষ্টিতে ভোগা বা অভ্যন্তরীণ বিভাজনে জড়ানো দলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি বলেন, "আমাদের দাবির আংশিক বাস্তবায়ন হয়েছে। পূর্ণ বাস্তবায়নের পূর্ব পর্যন্ত যেকোনো বিভেদ আমাদের দাবি বাস্তবায়নে অন্তরায় হয়ে দাঁড়াবে।"
তিনি আরও লিখেন, "আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিলাম বলেই ছুপা আওয়ামী প্রেমীরা বাধা দেওয়ার সাহস করতে পারেনি। কিন্তু তাদের গোপন চেষ্টা অবশ্যই অব্যাহত আছে।"
সারজিস আলম বলেন, "জাতির এই জরুরি ঐক্যের মুহুর্তে জুলাইয়ের মহান ঐক্য যেন কোনো ইকুয়েশনেই আমরা বিনষ্ট না করি। অস্তিত্বের এই লড়াইয়ের চেয়ে অন্য কোন কিছুর প্রায়োরিটি যেন কখনোই বেশি না হয়।"
পোস্টের শেষাংশে তিনি সতর্ক করে বলেন, "অন্যথায়, ইতিহাস ও জনতার আদালতে দোষী হিসেবে সেই নামগুলো আজীবন লেখা থাকবে।"

For all latest news, follow The Financial Express Google News channel.