প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
নয়াদিল্লি জানিয়েছে ভারত বাংলাদেশের নাগরিকদের এখন ‘উল্লেখযোগ্য হারে’ ভিসা দিচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) এক নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেন, “আমরা ভিসা দিচ্ছি (বাংলাদেশে), বিভিন্ন কারণে উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যু করা হচ্ছে।”
তিনি জানান, যেসব কারণে ভিসা দেয়া হচ্ছে তার মধ্যে রয়েছে—ভ্রমণ, চিকিৎসাজনিত জরুরি প্রয়োজন ও শিক্ষার্থীদের ভিসা ইত্যাদি।
তবে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের কতজনকে ভিসা দেয়া হয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই তথ্যটা আমাকে খোঁজ নিয়ে জানাতে হবে।”
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্ট থেকে বাংলাদেশে নিয়মিত ভিসা কার্যক্রম প্রায় বন্ধ করে দেয় ভারত।