Bangla
3 days ago

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বৃহস্পতিবার (১ মে) সকালে ঢাকার বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’। সকাল সাড়ে ৯টার দিকে শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এআইকিউ) স্কোর ছিল ১৯১।  বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। 

এদিন, ১৭৪ স্কোর নিয়ে ভারতের কলকাতা শহর ছিল তালিকার দ্বিতীয় অবস্থানে। পরের অবস্থানে রয়েছে, ভারতের রাজধানী নয়া দিল্লি (১৬৭ স্কোর), কুয়েত সিটি (১৬৬ স্কোর),। 

বাতাসের গুণমান নির্ধারণ করতে এআইকিউ ব্যবহৃত হয়। যদি এআইকিউ ৫০ থেকে ১০০ হয়, তবে বাতাসকে 'মধ্যম' বলা হয়; ১০১ থেকে ১৫০ হলে তা 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর'; ১৫০ থেকে ২০০ হলে 'অস্বাস্থ্যকর' এবং ৩০১+ হলে 'বিপজ্জনক' হিসাবে বিবেচিত হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য মতে, বায়ু দূষণ প্রতি বছর ৭০ লক্ষ মানুষের মৃত্যু ঘটায়।  

শেয়ার করুন