প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। অভিযানে সহায়তা করে র্যাব-১১-এর একটি বিশেষ ইউনিট। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১১ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মূল অভিযান পরিচালনা করেছে র্যাব-১০ এবং তারা সহযোগিতা করেছেন। বিস্তারিত তথ্য র্যাব-১০ থেকে জানানো হবে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নান্নু ছিলেন চারজনের একজন, যারা ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে সোহাগকে নির্মমভাবে হত্যা নিশ্চিত করে।
উল্লেখ্য, গত বুধবার (১০ জুলাই) মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মাথায় সিমেন্টের ব্লক দিয়ে থেতলে হত্যা করে একদল সন্ত্রাসী। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরদিন নিহতের বোন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন, যাতে ১৯ জনের নাম উল্লেখ করা হয়।
প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার কারণ হিসেবে মনে করছেন স্থানীয়রা।