প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে আগামী শনিবার রাজধানী ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশ সফল করতে সংগঠনটি ইতোমধ্যে দেশজুড়ে তৎপরতা শুরু করেছে। বিভিন্ন জেলা ও মাদ্রাসায় সফর করছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
সংগঠনের একাধিক সূত্রে জানা গেছে, গত রমজানেই ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনা ছিল হেফাজতের। সে অনুযায়ী, রমজানের শেষদিকে ঢাকায় সংগঠনের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল—হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার এবং ২০১৩ সালের শাপলা চত্বরে ঘটনার ‘বিচার’ নিশ্চিত করা।
হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, “সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই সময়ে আমাদের মামলাগুলোর ব্যাপারে কোনো অগ্রগতি না হলে, নির্বাচন পরবর্তী সরকার এগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। তাই আমরা এখনই সমাবেশ করছি, যাতে দাবি উপেক্ষিত না হয়।”
হেফাজতের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে:
১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল।
২. সংবিধানে বহুত্ববাদ বাদ দিয়ে “আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” পুনঃস্থাপন।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার এবং শাপলা চত্বরের ঘটনার ‘গণহত্যা’সহ অন্যান্য ঘটনার বিচার।
৪. ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর ‘গণহত্যা ও নিপীড়ন’ বন্ধে সরকারের কার্যকর ভূমিকা।
দাবিগুলোকে সামনে রেখে সংগঠনের নেতারা দেশের গুরুত্বপূর্ণ জেলা ও মাদ্রাসাগুলোতে সফর করেছেন। এছাড়া কেন্দ্র থেকে তৃণমূলে লোকসমাগম নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।