Bangla
2 days ago

চট্টগ্রামে বাড়িতে অভিযান, ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল র‍্যাব

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার রাতে রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়া পাড়ায় অভিযান চালিয়ে এক গৃহবধূকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন ৪৩ বছর বয়সী মনোয়ারা বেগম, যিনি স্থানীয় বাসিন্দা আনোয়ার মাঝির স্ত্রী।

র‍্যাব জানিয়েছে, মনোয়ারা এবং তার পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে এবং তারপর চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বাজারে নিষিদ্ধ পদার্থটি বিতরণ করে।

র‍্যাব-৭ এক বিবৃতিতে জানিয়েছে যে, ইয়াবা সংরক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল আনোয়ারের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বেশ কয়েকজন লোক বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু র‍্যাব সদস্যরা মনোয়ারাকে আটক করতে সক্ষম হয়।

র‍্যাব জানিয়েছে, মনোয়ারা এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খাটের নীচে থাকা একটি পলিথিন ব্যাগের দিকে নির্দেশ করে যেখানে ১ লাখ ইয়াবা ট্যাবলেট ছিল। 

শেয়ার করুন