প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মিয়ানমারের সাধারণ নির্বাচন— এমন তথ্য জানিয়েছেন দেশটির জান্তা প্রধান মিন অং লাইং। এরইমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে দেশটি এমনটাই জানা যায় রয়টার্সের বরাতে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সশস্ত্র বাহিনী দিবসে দেয়া ভাষণে এমনটা জানিয়েছেন তিনি।
বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেন জান্তা প্রধান। বিজয়ীদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণাও দেন তিনি। তার দাবি, মিয়ানমারের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী।
জান্তা প্রধান বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। আমরা নির্বাচনের জন্য জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছি। এটি অবাধ-সুষ্ঠু এবং বহুদলীয় গণতান্ত্রিক নির্বাচন হবে। নির্বাচনে বিজয়ী দলের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করবো।