Bangla
3 days ago

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওকে দুদকের তলব

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার সাবেক এপিএস ও আরেক উপদেষ্টার একজন বর্তমান এবং একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

১৫ মে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে ২০ মে, গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে এবং মো. মোয়াজ্জেম হোসেনকে ২২ মে হাজির হতে বলা হয়েছে।

উল্লেখ্য, তুহিন ফারাবি ও মোয়াজ্জেম হোসেন সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পেয়েছেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলমান।

শেয়ার করুন