Bangla
2 days ago

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে, গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে পদত্যাগের পরামর্শ দেন। কেন্দ্রীয় ব্যাংকের কাছে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসে, যার ভিত্তিতে আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ১৫ জুলাই তার ও পরিবারের ব্যাংক হিসাব তলব করে এবং ১৬ জুলাই ব্যাংকে বিশেষ অভিযান পরিচালনা করে।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এখন আলোচনা চলছে, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে নতুন চেয়ারম্যান করা হতে পারে। 

শেয়ার করুন