Bangla
a day ago

জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয় : ড. আলী রীয়াজ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

আজ শনিবার (৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় ঐক্যজোটের সঙ্গে সংলাপের আগে তিনি এ মন্তব্য করেন।

আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকতেই পারে। তবে জাতীয় স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বক্তব্য রাখতে হবে এবং প্রয়োজনে ছাড় দেয়ার মানসিকতাও রাখতে হবে।

তিনি জানান, সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব।

ড. আলী রীয়াজ আরও বলেন, এই কমিশনের নির্ধারিত কোনো দলীয় ভূমিকা নেই। এটি কোনো পক্ষের প্রতিদ্বন্দ্বীও নয়। বরং একটি সুস্পষ্ট জাতীয় সনদ প্রণয়ন করাই তাদের মূল লক্ষ্য।

শেয়ার করুন