প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে বর্তমানে তিনি সুস্থ আছেন।
তার কার্যালয় থেকে জানানো হয়, আগামী তিন দিন তিনি বাড়িতে থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।
৭৫ বছর বয়সী নেতানিয়াহু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকেরা তার পানিশূন্যতা এবং অন্ত্রে প্রদাহ শনাক্ত করেন। বর্তমানে তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।
এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বিশ্রামে থাকবেন এবং বাসা থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।