প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
খাগড়াছড়ির দীঘিনালা ও সদর উপজেলায় বাঙালি ও জাতিগত সংখ্যালঘুদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক আহসান হাবিব পলাশ জানান, নিহতরা হলেন- ধনঞ্জয় চাকমা (৫০), রুবেল ত্রিপুরা (২৫) ও জুনান চাকমা (২০)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধনঞ্জয় মারা যান এবং শুক্রবার বেলা দেড়টার দিকে রুবেল ও জুনান মারা যান।
ধনঞ্জয় দীঘিনালায় এবং রুবেল ও জুনান সদর উপজেলায় আহত হয়েছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।