Bangla
2 days ago

করোতোয়া নদীতে গোসল করতে নেমে বগুড়ায় স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বগুড়ার শেরপুর উপজেলায় করোতোয়া নদীতে গোসল করতে নেমে সৃষ্টি রানী (১১) নামে এক স্কুলছাত্রী পানিতে ডুবে মারা গেছে। 

শুক্রবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কৃষ্ণপুর (নামাপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৃষ্টি স্থানীয় ভিক্টোরিয়া স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। তিনি কৃষ্ণপুর (নামাপাড়া) গ্রামের গার্মেন্টসকর্মী শ্রী সুমেত চন্দ্র মোহন্তের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সহপাঠীদের সঙ্গে করোতোয়া নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় সৃষ্টি। সে সাঁতার জানত না। নদীর স্রোতে ডুবে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুপুর ২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

 

anambba@gmail.com

শেয়ার করুন