
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

শুক্রবার রাতে ঢাকার পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্বরনী এলাকায় একটি ফ্ল্যাটে দুই বোনের রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেছে। নিহতরা হলেন মরিয়ম (৬০) এবং তার বোন সুফিয়া (৫০)।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদুর রহমান জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে রাত ৮:৪৫ টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ৬ তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে তাদের মৃতদেহ দেখতে পায়। মৃতদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে, পাথরের চূর্ণনযন্ত্র এবং ছুরি দিয়ে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।
মরিয়মের ২৬ বছরের মেয়ে মিস্তি ঘটনার সময় বাড়িতে ছিলেন না। এছাড়া, ভবনের তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

For all latest news, follow The Financial Express Google News channel.