Bangla
3 days ago

মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে মেসার্স এফ রহমান ট্রেডিংয়ের মালিক শাহ ফয়েজুল রহমান রুবেলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নিজ দোকানে ঢুকে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রে তাকে এলোপাতাড়ি কোপায়। পরে আশপাশের ব্যবসায়ী ও সিএনজিচালক তাকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেন। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের বাড়ি কুলাউড়া উপজেলার গোবিন্দপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন