Bangla
5 days ago

মুজিববাদী সংবিধান আর রাখতে চাই না: সারজিস আলম

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাহাত্তরের সংবিধান ছিল একটি দলের, আরেকটি দেশ থেকে পাস হয়ে আসা এই মুজিববাদী সংবিধান আমরা আর রাখতে দিতে পারি না। আজ এই মঞ্চ থেকে সেই সংবিধান ভেঙে নতুন সংবিধানের দাবি জানাতে এসেছি।

রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এনসিপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৩ বছর পাকিস্তানের শাসনে থেকেও অধিকার পাইনি, স্বাধীনতার ৫৪ বছর পরেও পাইনি। এক বছর আগে আমরা এই শহীদ মিনারে ছিলাম, সেদিন হাসিনার পতনের ডাক এসেছিল। আজ এক বছর পরও আমরা বঞ্চিত—আর হতাশার কথা শুনতে চাই না।

সারজিস আলম জানান, এক বছর আগে এই মঞ্চে যারা ছিলেন, তাদের অনেকে আজ শহীদ। শহীদদের পরিবার আজ এখানে উপস্থিত। আমরা এসেছি হত্যার বিচার চাইতে, মৌলিক সংস্কারের নিশ্চয়তা পেতে, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে।

তিনি আরও বলেন, আমাদের লড়াই কেবল ২০২৪-এর নির্বাচন নয়। বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের বিচার চাই আমরা। জঙ্গিবাদ যেমন মেনে নেব না, তেমনি জঙ্গি নাটকও মেনে নেব না। সিভিল সোসাইটি নামের দালালদেরও আর এই বাংলাদেশে মেনে নেওয়া হবে না।

শেয়ার করুন