Bangla
2 days ago

পটুয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

কলাপাড়া জেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে আজ পানিতে ডুবে ফাহিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ দুপুর দেড়টার দিকে ঘটে এই দুর্ঘটনা, যেখানে ফাহিম বাড়ির পাশে একটি জলাশয়ে পড়ে গিয়ে ডুবে যায়। তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন এবং কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম বাসসকে জানিয়েছেন, খবর পেয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

শেয়ার করুন