প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ দীর্ঘকাল ধরে একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও এই ধর্মীয় সম্প্রীতি অটুট থাকবে। তিনি উল্লেখ করেন, এ দেশে ধর্ম, জাতি কিংবা গোত্রের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না এবং প্রতিটি নাগরিকই সমান অধিকার ভোগ করবে।
শনিবার (১৬ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, সশস্ত্র বাহিনী সবসময় তাদের পাশে থাকবে। দেশের প্রতিটি স্থানে সেনাবাহিনী মোতায়েন আছে এবং তারা জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাবে। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন এবং ধর্মীয় উৎসবগুলো আনন্দের সঙ্গে পালন করবেন। সেনাবাহিনী সর্বদা সহযোগিতায় প্রস্তুত থাকবে।
তিনি বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে—আমরা সবসময় সম্প্রীতি-সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবো। এই দেশ সবার, আমরা শান্তিতে সুন্দরভাবে বসবাস করবো।
জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে সেনাপ্রধান আশা প্রকাশ করেন যে, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, এই আদর্শ অনুসরণ করেই জাতি হিসেবে আমরা একসঙ্গে অগ্রসর হবো।
নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আজিমপুর-পলাশী এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। এ জায়গা আমার অনেক পুরোনো স্মৃতিবিজড়িত।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।