
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী প্রজন্ম লীগের দুই নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন রাজশাহী বাগমারা থানার খাজুরা গ্রামের মনির হকের ছেলে ফজলুল হক (৩৭) ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামের আশরাফুল আহমেদের ছেলে বুলবুল আহমেদ (৪০)।
তাদের কাছ থেকে এ সময় একটি ল্যাপটপ, বেশ কিছু সিল, দলীয় প্যাড, সার্টিফিকেট উদ্ধার করা হয়।
বিজিবি দর্শনা আইসিপির ইনচার্জ নায়েক সুবেদার মোস্তফা জানান, দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিল এ দু'জন। এ সময় বিজিবির টহলদলের কাছে তারা ধরা পড়ে।
তাদেরকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

For all latest news, follow The Financial Express Google News channel.