Bangla
2 months ago

ভারতে পাল্টা হামলা চালালো পাকিস্তান

ফাইল ছবি
ফাইল ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ভারত পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। ভারতীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি স্থানে একযোগে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পোস্টে জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত অঞ্চল থেকে গোলাবর্ষণ করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে।

এছাড়া, পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভারতের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী।

প্রসঙ্গত, ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। সেই ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, যার পরিপ্রেক্ষিতেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়। 

শেয়ার করুন