দেশ
a year ago

কক্সবাজারের পর্যটকরা 2022 সালের শেষ সূর্যাস্তের সাক্ষী

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

কক্সবাজার এখন পর্যটকদের সাথে গুঞ্জন করছে যারা 2022 এর চূড়ান্ত সূর্যাস্ত দেখতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে সমুদ্র সৈকত শহরে ভিড় করেছে।
পর্যটক এবং স্থানীয়রা সমুদ্র সৈকতে 2022 সালের শেষ সূর্যাস্ত উপভোগ করেছে এবং 2022 কে বিদায় জানিয়েছে, ইউএনবি রিপোর্ট করেছে।

নারায়ণগঞ্জের এক পর্যটক দম্পতি মাসুদ চৌধুরী এবং সামান্তা রহমান বলেন, "আমরা হতাশা, দুঃখ এবং বেদনা থেকে মুক্তি দিতে কক্সবাজার ভ্রমণের মাধ্যমে 2023 কে স্বাগত জানাই।"

সমুদ্র সৈকত ছাড়াও শহরের বার্মিজ মার্কেট, হিমছড়ি, ইনানী, পাটুয়াটেকসহ অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ঢল নামে।

পর্যটন ব্যবসায়ী, সৈকত শ্রমিক ও ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের আতিথেয়তায় ব্যস্ত।

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, এ বছর '৩১তম রাত্রি' (নববর্ষের আগের দিন) উদযাপনের জন্য ইতিমধ্যেই প্রায় ৯০ শতাংশ রুম সংরক্ষণ করা হয়েছে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, প্রতি বছরের মতো এবারও ২০২৩ সালকে বরণ করে নিতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখ লাখ পর্যটকের সমাগম হয়েছে।

ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশও বেশ কিছু নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, "১ জানুয়ারি সেন্ট মার্টিন ক্রুজ শুরু হলে হিমছড়ি, ইনানী এবং পাটুয়ারটেক জোনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।"

শেয়ার করুন