দেশ
2 years ago

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত হয়েছেন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বামালদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত ও অপর একজন আহত হয়েছেন।
লালমনিরহাট-১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, গত ১০ সেপ্টেম্বর পাটগ্রাম উপজেলার রহমানপুর এলাকার মইনুল হকের ছেলে আজহার আলী (৩৫)সহ ২৫ গরু ব্যবসায়ীর একটি দল ভারতে যায়। , ইউএনবি রিপোর্ট.



তারা মঙ্গলবার গরুর চালান নিয়ে দেশে ফেরার সময়, কুচবিহার-61 ব্যাটালিয়নের একটি বিএসএফ টহল দল বাংলাদেশী গরু ব্যবসায়ীদের দিকে অপরিশোধিত বোমা এবং পাথরের টুকরো নিক্ষেপ করে, এতে আজহার ঘটনাস্থলেই মারা যান এবং কয়েকজন ব্যবসায়ী আহত হন।



বৃহস্পতিবার বিএসএফ সদস্যরা সানিয়াজান নদীর উজান থেকে আজহারের লাশ উদ্ধার করে বিজিবিকে খবর দেয়।



তবে বিএসএফ সদস্যরা এখনও ভারতীয় পুলিশের মাধ্যমে বাংলাদেশি পুলিশের কাছে লাশ হস্তান্তর করেনি বলে লেফটেন্যান্ট কর্নেল মোরশেদ জানান, ঘটনার পর বিজিবি একটি প্রতিবাদপত্র পাঠিয়েছে।



পরে শুক্রবার সকালে কুচবিহার-৬১ বিএসএফ এবং লালমনিরহাট-১৫ বিজিবির মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে বিএসএফ লাশ হস্তান্তর করতে অস্বীকার করে।

শেয়ার করুন