গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাইকোর্টে জামিন আবেদন করেন, যা চতুর্থবারের মতো খারিজ হয়ে যায়।
নাম প্রকাশ না করার শর্তে এক আইনজীবী জানান, সোমবার তাদের আইনজীবীরা মামলায় তাদের জামিন চেয়ে হাইকোর্টে একটি আবেদন জমা দিয়েছেন।
মঙ্গলবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনের ওপর শুনানি হতে পারে।
মির্জা ফখরুল ও মির্জা আব্বাস এর আগে চারবার একই মামলায় সংশ্লিষ্ট নিম্ন আদালত থেকে জামিন নামঞ্জুর করেছেন।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের একদিন পর ৮ ডিসেম্বর পল্টন মডেল থানায় মামলাটি করা হয়।
৭ ডিসেম্বর, ১০ ডিসেম্বরের সমাবেশের আগে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত এবং প্রায় ৫০ জন আহত হন।
পরে এ ঘটনায় দুই হাজারের বেশি লোকের বিরুদ্ধে তিনটি মামলা শুরু করে পুলিশ। তারা দলীয় কার্যালয় ঘেরাও করে রাখে।
৯ ডিসেম্বর ভোর ৩টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ফখরুল ও আব্বাসকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। নয়া পল্টন এলাকায় পুলিশের ওপর হামলা চালাতে দলের সদস্যদের উসকানি দেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
[email protected]