Bangla
3 days ago
১ হাজার বাংলাদেশি গ্রেপ্তারের বিষয়ে ভারত সরকার বাংলাদেশকে কিছু জানায়নি: তৌহিদ হোসেন
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
ভারতের গুজরাটে এক হাজারের বেশি অবৈধ বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার বিষয়ে এখনও ভারত সরকার বাংলাদেশকে কিছু জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, তারা সংবাদমাধ্যমে বিষয়টি দেখেছেন, কিন্তু অফিসিয়ালি কোনো যোগাযোগ পাওয়া যায়নি।
তিনি জানান, যদি গ্রেপ্তারকৃতরা বাংলাদেশি হয়, প্রমাণের ভিত্তিতে তারা ফেরত আসবেন।
বাংলায় কথা বললেই বাংলাদেশি হবে এমন নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
উল্লেখ্য, বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, গুজরাটে অভিযান চালিয়ে ১ হাজার ২৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।