
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (২০ মে) ১০ বছর মেয়াদি বাংলাদেশ সরকার ট্রেজারি বন্ড বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিলামে ১০ বছর মেয়াদি ৩ হাজার ৫০০ কোটি টাকার অভিহিত মূল্যের বন্ড ইস্যু করা হবে। এ বন্ডে বার্ষিক ‘কাট-অফ ইয়েল্ড’ হারে কুপন বা মুনাফা নির্ধারিত হবে, যা প্রতি ছয় মাস অন্তর পরিশোধযোগ্য।
এই নিলামে কেবলমাত্র বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারবে। তবে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চাইলে তাদের গ্রাহক—ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান—এর পক্ষে প্রাইমারি ডিলারের মাধ্যমে বিড জমা দিতে পারবে।
নিলামে অংশগ্রহণ করতে হলে প্রতি ১০০ টাকার বন্ডের জন্য প্রস্তাবিত দর ও পরিমাণ উল্লেখ করে বিড দিতে হবে। বিড জমা নেওয়া হবে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। বিডিং প্রক্রিয়াটি বাংলাদেশ ব্যাংকের এফএমআই প্ল্যাটফর্মে ইলেকট্রনিক পদ্ধতিতে পরিচালিত হবে।
বিশেষ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ‘সিলড কভার’ পদ্ধতিতে বিড জমা দেওয়ার সুযোগ থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রাইমারি ডিলারসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যেই চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

For all latest news, follow The Financial Express Google News channel.