প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ব্যয় হয়েছে বরাদ্দের মাত্র ৪১ দশমিক ৩১ শতাংশ। এটি গত পাঁচ অর্থবছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন ব্যয়ের রেকর্ড।
সরকারের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে দেখা গেছে, চলতি অর্থবছরের সমাপ্তি ঘটতে দেড় মাসেরও কম সময় বাকি থাকলেও এ পর্যন্ত অর্ধেক বরাদ্দও ব্যয় করা সম্ভব হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়কালে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ মিলে মোট ব্যয় করেছে প্রায় ৯৩ হাজার ৪২৫ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩১ হাজার ৮৯০ কোটি টাকা কম।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ—প্রায় ১৯ হাজার ৭৬৩ কোটি টাকা। এরপর রয়েছে বিদ্যুৎ বিভাগ, যার ব্যয় ১৫ হাজার ২৭০ কোটি টাকা। সড়ক ও মহাসড়ক বিভাগ ব্যয় করেছে ৮ হাজার ৬২৫ কোটি টাকা।
অন্যদিকে, এডিপি বাস্তবায়নে সবচেয়ে পিছিয়ে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। তারা বরাদ্দের মাত্র ২ দশমিক ৩৪ শতাংশ ব্যয় করেছে, যার অঙ্কে পরিমাণ ৮৪৫ কোটি টাকা মাত্র।