প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত ১১ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ৪৭১টি ঘটনায় মোট ১২১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সময়ে ৫ হাজার ১৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সম্মেলন কক্ষে আয়োজিত ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, সহিংসতার ৯২ শতাংশ ঘটনার সঙ্গে বিএনপি জড়িত ছিল। এছাড়া, ২২ শতাংশের সঙ্গে আওয়ামী লীগ, ৫ শতাংশের সঙ্গে জামায়াতে ইসলামি এবং মাত্র ১ শতাংশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি জড়িত ছিল।
অনেক রাজনৈতিক দলের মধ্যে আইনের প্রতি শ্রদ্ধার ঘাটতি লক্ষ্য করেছেন উল্লেখ করে টিআইবির গবেষক জুলকারনাইন বলেন, “তাদের অভ্যন্তরীণ শৃঙ্খলার অভাব রয়েছে, যার ফলে দলীয় অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। অনেক ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকার এদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যক্তি স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার প্রবণতা আছে।”
গবেষণা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক নেতাকর্মীরা চাঁদাবাজি, পরিবহন টার্মিনাল দখল এবং ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার মতো অপরাধে জড়িত থেকেছেন।
অন্তর্বর্তী সরকার সংস্কারের জন্য কিছু পদক্ষেপ নিলেও সেগুলোর অধিকাংশই ছিল সাময়িক প্রকৃতির উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “বাস্তবায়নের জন্য সুস্পষ্ট রূপরেখার অভাব রয়েছে। রাজনৈতিক চাপের মুখে অনেক ক্ষেত্রেই সরকার সিদ্ধান্ত থেকে সরে এসেছে।”