প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার সময়সীমা আবারও পিছিয়ে ৮ জুলাই ধার্য করেছেন আদালত। এটি প্রতিবেদন দাখিলের জন্য ১১৮তম নতুন তারিখ।
আজ বুধবার (২১ মে) এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারিত ছিল, তবে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়।
ফলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা নতুন করে ৮ জুলাই তারিখ নির্ধারণ করেন। আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন করা হয়। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।