Bangla
2 days ago

১২টি দেশের পণ্যে নতুন শুল্ক আসছে সোমবার: ট্রাম্প

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সোমবার (৭ জুলাই) ১২টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৪ জুলাই) সাংবাদিকদের তিনি জানান, এরই মধ্যে তিনি শুল্ক সংক্রান্ত কিছু চিঠিতে স্বাক্ষর করেছেন, যা সোমবার সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হবে। তবে কোন কোন দেশ এই তালিকায় রয়েছে, তা তিনি স্পষ্ট করেননি।

ট্রাম্প বলেন, প্রতিটি দেশের জন্য আলাদা হারে শুল্ক আরোপের প্রস্তাব থাকবে এবং এসব হার ৭০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে।

চলতি বছরের এপ্রিলেই যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর ১০ শতাংশ ভিত্তিক শুল্ক ঘোষণা করে, যা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল। এই সময়সীমা শেষ হচ্ছে ৯ জুলাই।

ট্রাম্প জানান, আলোচনা দীর্ঘ ও জটিল হওয়ায় চিঠি পাঠানোই ভালো বলে তিনি মনে করেন। নতুন শুল্কের বেশিরভাগই কার্যকর হবে ১ আগস্ট থেকে। 

শেয়ার করুন