Bangla
2 days ago

১৩ মাস পিছিয়েছে ভারতের বাংলাদেশ সফর

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

চলতি বছরের আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারত জাতীয় ক্রিকেট দলের। তবে শেষ পর্যন্ত সেটি আর বাস্তবায়ন হচ্ছে না। সফরটি আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

শনিবার (৫ জুলাই) বিসিসিআই এক বিজ্ঞপ্তিতে জানায়, দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক আলোচনার ভিত্তিতে চলতি বছরের সফরটি স্থগিত করা হয়েছে। তবে সফরটি বাতিল হয়নি—নতুন সূচি অনুযায়ী ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত।

সফরের বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, কয়েক মাস ধরেই ভারত দলের এই সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা অবশেষে সত্যি হলো। 

শেয়ার করুন