প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
একটি কোম্পানির আয়কর নথি গায়েব করে সরকারের ১৪৬ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে কর অঞ্চল-৫ এর সার্কেল-৯০ এ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
বুধবার (৯ জুলাই) দুদকের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, কর সার্কেলের রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, ২০২২-২০২৩ করবর্ষের মাসিক কর নির্ধারণ রেজিস্ট্রারের (রেজিস্ট্রার-০৪) ৩ নম্বর পাতার ৪৪ ও ৪৫ নম্বর ক্রমিকে থাকা টিআইএন নম্বর ৩৪************২০ ধারী প্রতিষ্ঠানের ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ করবর্ষের কর নির্ধারণ করা হয়েছিল যথাক্রমে ৭২ কোটি ৯৬ লাখ ৬ হাজার ৮৬২ টাকা এবং ৭৩ কোটি ৬১ লাখ ৩০ হাজার ৯৯০ টাকা — মোট ১৪৬ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকা।
পরে উক্ত দুটি মামলা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অডিটের জন্য মনোনীত করলে, বদলি হয়ে আসা নতুন কর কর্মকর্তা নথিতে থাকা কর নির্ধারণী আদেশ অনুযায়ী ওই মামলাগুলিতে করদাবি ঠিক করেন যথাক্রমে ০ (শূন্য) টাকা এবং ১ হাজার ২৯৯ টাকা।
তবে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযানকালে ১৪৬ কোটি টাকারও বেশি রাজস্ব কম নির্ধারণের আদেশসংক্রান্ত মূল নথি খুঁজে পায়নি। ধারণা করা হচ্ছে, এসব গুরুত্বপূর্ণ নথি উদ্দেশ্যমূলকভাবে গায়েব করা হয়েছে।
দুদক জানায়, অভিযানে প্রাপ্ত অনিয়মের তথ্য-প্রমাণ পর্যালোচনা করে কমিশনের সিদ্ধান্তের জন্য পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।