Bangla
16 days ago

১৫ বছর পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

প্রায় ১৫ বছর পর, বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক (এফওসি) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাসসকে জানান, পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ আগামীকাল (বুধবার) ঢাকায় আসছেন এবং তার নেতৃত্বে পাকিস্তানি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবে।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় এ বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

কর্মকর্তা জানান, বৈঠকে নির্দিষ্ট কোনও এজেন্ডা না থাকলেও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘ সময় পর এ ধরনের বৈঠক হওয়ায় আলোচনার পরিধি হবে বিস্তৃত।

পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হুসেন খান বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং তিনি বৈঠকে অংশ নেবেন। তিনি বলেন, ইসলামাবাদ ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগ্রহী এবং বিশেষ করে তুলা রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া পাকিস্তানের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের জন্য আমদানি রুটে নতুন সম্ভাবনা এনে দিতে পারে। 

ঐতিহাসিক কিছু অমীমাংসিত ইস্যু প্রসঙ্গে হাইকমিশনার বলেন, এমন বিষয় অনেক দ্বিপাক্ষিক সম্পর্কেই দেখা যায়, তবে তা বর্তমান অর্থনৈতিক বা কূটনৈতিক সহযোগিতায় বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়।

ঢাকায় অবস্থানকালে, পাকিস্তানের পররাষ্ট্র সচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া, চলতি মাসের শেষ দিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে, যা ২০১২ সালের পর প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে এপ্রিলের শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান এফওসি বৈঠক হয়েছিল ২০১০ সালে। 

শেয়ার করুন