প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
১৫ দিনের মধ্যে আলুর দাম আরও বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বহু আলোচিত মেঘনাপাড়ের গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, "আলুর ক্ষেত্রে প্রকৃতপক্ষে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। তাই কোল্ড স্টোরেজের গেটে আলুর দাম কেজিতে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে বাজারে পর্যাপ্ত আলু আসছে না। তবে এখন প্রতিদিন এক থেকে দেড় টাকা করে দাম বাড়ছে। আমার ধারণা, আগামী দুই সপ্তাহের মধ্যে দাম আরও বাড়বে।"
খুচরা বাজারে দাম নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, "খুচরা বাজার নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন। আমরা বড় বাজার পর্যবেক্ষণ করতে পারি। তবে সবাইকে তো চুপ করানো যাবে না, কেউ না কেউ প্রশ্ন তুলবেই।"
এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, গজারিয়া ইউএনও মো. আশরাফুল আলম, মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম, কোস্ট গার্ডের কর্মকর্তাবৃন্দ ও পুলিশ বাহিনীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ উপস্থিত ছিলেন।