Bangla
3 days ago

১৬ জেলায় ৪৬ আসনের সীমানা পরিবর্তন চূড়ান্ত করলো ইসি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়ায় দেশের ১৬ জেলায় ৪৬টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়েছে বলে ইউএনবি জানিয়েছে।

চূড়ান্ত সীমানা অনুযায়ী গাজীপুরের আসন সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়টিতে দাঁড়িয়েছে, আর বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে কমে তিনটিতে নেমেছে।

পুনর্নির্ধারিত ৪৬টি আসন হলো—পঞ্চগড়-১ ও ২, রংপুর-১ ও ৩, সিরাজগঞ্জ-১ ও ২, পাবনা-১ ও ২, বাগেরহাট-১, ২ ও ৩, সাতক্ষীরা-২, ৩ ও ৪, মানিকগঞ্জ-২ ও ৩, ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, ফরিদপুর-২ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ৬ ও ১০, নোয়াখালী-১, ২, ৪ ও ৫ এবং চট্টগ্রাম-৭ ও ৮।

এর আগে গত ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া সীমানা প্রকাশ করেছিল ইসি, যেখানে ১৪ জেলায় ৩৯টি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই খসড়াতেও গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব ছিল।

খসড়া প্রকাশের পর ৮৪টি আসন নিয়ে মোট ১,৮৯৩টি দাবি, অভিযোগ ও পরামর্শ জমা পড়ে। এরপর নির্বাচন কমিশন গত ২৪-২৭ আগস্ট চার দিনব্যাপী শুনানির আয়োজন করে।

শেয়ার করুন