Bangla
2 days ago
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
আজ রোববার (২৯ জুন) অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ৮ আগস্ট কোনো ধরনের বিশেষ কর্মসূচি আয়োজন না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে ওই বৈঠকে।