Bangla
2 days ago

১৭৭ কোটি টাকায় এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল ক্রয়ের অনুমোদন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

সরকার স্থানীয় চারটি প্রতিষ্ঠান থেকে প্রতি লিটার ১৬১ টাকা দরে মোট এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার অনুমোদন দিয়েছে। এ জন্য মোট ব্যয় হবে ১৭৭ কোটি ১০ লাখ টাকা।

আজ মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তেল কেনার একটি প্রস্তাব উত্থাপন করে। সব প্রক্রিয়া ও মূল্যায়নের পর কমিটি চারটি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে রাইস ব্রান তেল কেনার প্রস্তাবে সম্মতি দেয়।

এই সিদ্ধান্ত অনুযায়ী, মজুমদার প্রোডাক্ট লিমিটেড থেকে ৫০ হাজার লিটার, তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার, প্রধান অয়েল মিলস থেকে ২০ হাজার লিটার এবং গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার রাইস ব্রান তেল কেনা হবে। 

শেয়ার করুন