Bangla
5 days ago

১৮ বিচারককে বাধ্যতামূলক অবসর পাঠিয়েছে সরকার

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ১৮ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. আজিজুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারকেরা যথাযথ অবসর সুবিধা পাবেন।” আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে।

অবসরে পাঠানো বিচারকদের মধ্যে রয়েছেন ঢাকার বিকাশ কুমার সাহা, রাজবাড়ীর শেখ মফিজুর রহমান, কিশোরগঞ্জের মাহবুবার রহমান সরকার, কুষ্টিয়ার শেখ গোলাম মাহবুব, গাইবান্ধার মজিবুর রহমান, ভোলার এহসানুল হক, খুলনার জুয়েল রানা, সিলেটের মনির কামাল, পটুয়াখালীর সহিদুল ইসলাম, দিনাজপুরের ফায়জুল কবীর, টাঙ্গাইলের নাজিমুদ্দৌলা, ঠাকুরগাঁওয়ের মোজাম্মেল হক চৌধুরী, হবিগঞ্জের ফজলে এলাহী ভূঁইয়া, ঢাকার কামরুজ্জামান, বরিশালের রুস্তম আলী, ঢাকার নুরুল ইসলাম, পটুয়াখালীর এনামুল করিম ও ঢাকার মোহাম্মদ হোসেন।

এ সিদ্ধান্তের ফলে বিচার বিভাগে শূন্য পদে নতুন নিয়োগ বা পদোন্নতির সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন