১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১,৮৭৪ কোটি টাকার কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর
প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত সাত মাসে পরিচালিত তদন্তে ১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ হাজার ৮৭৪ কোটি টাকার কর ফাঁকির তথ্য উদ্ঘাটন করেছে।
সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এনবিআর জানিয়েছে, মাত্র সাত মাস আগে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করা প্রতিষ্ঠানটির আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এসব অনুসন্ধান চালায়।
বিবৃতিতে বলা হয়, তদন্তে শনাক্ত ৬৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে ১১৭ কোটি টাকা আদায় করা হয়েছে।
কর ফাঁকির নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ১০০ জনেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করতে উৎসাহিত করতেও উদ্যোগ নিয়েছে গোয়েন্দা ও তদন্ত ইউনিট।
বিবৃতিতে আরও বলা হয়, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট যেকোনো ধরনের কর ফাঁকি বা বেনামী সম্পদের বিপক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।