প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
বাংলাদেশ সচিবালয়ে আগামী ২ অক্টোবর থেকে সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
তিনি জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতির জন্য আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। অধীনস্থদের প্লাস্টিক ব্যবহার কমাতে নির্দেশনাও দেওয়া হবে।
আজ সচিবালয়ে ‘সাসটেইনেবল প্লাস্টিক ইউজ ইন দ্য সেক্রেটারিয়েট’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্লাস্টিক দূষণ বৈশ্বিক সমস্যা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ রেখে যেতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, গৃহায়ন সচিব মো. নজরুল ইসলাম ও ইউএনআইডিও-র প্রতিনিধি ড. জাকি উজ জামান।
অনুষ্ঠানে সচিবালয়ে ব্যবহৃত ১৭ ধরনের সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রীর সচিত্র তালিকা মন্ত্রিপরিষদ সচিবের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সরকার ইতিমধ্যে ১৭ ধরনের পণ্যকে ক্ষতিকর সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে চিহ্নিত করেছে, যার মধ্যে রয়েছে প্লাস্টিকের কাপ, চকলেটের মোড়ক, পাতলা মোড়ক, স্টাইরোফোমের পাত্র, প্লাস্টিক ব্যানার, বোতল ও ক্যাপ। পরিবেশবান্ধব সচিবালয় গড়ার লক্ষ্যে এসব পণ্য নিষিদ্ধ করা হচ্ছে।