Bangla
2 days ago

সুমুদ ফ্লোটিলা থেকে আটক

২০০’র বেশি মানবাধিকার কর্মীকে নিয়ে যাওয়া হচ্ছে ইসরায়েল

গ্রেটা থুনবার্গও রয়েছেন

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক মানবিক কর্মীদের ইসরায়েলে নিয়ে যাচ্ছে দেশটির নৌ কমান্ডো বাহিনী। আটককৃতদের মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবার্গও। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হালনাগাদ তথ্য জানান।

ওই পোস্টে সাইফ লিখেছেন, ইসরায়েলের হাতে আটক ১৩টি নৌযানে ৩৭ দেশের ২০১ জনের বেশি ছিলেন। তাদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন রয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, আটক সবাই "নিরাপদ ও সুস্থ আছেন" এবং তাদের "শান্তিপূর্ণভাবে" ইসরায়েলে আনা হচ্ছে। এছাড়া, ইউরোপীয় নাগরিকদের দেশে ফেরাতে ‘ডিপোর্টেশন প্রক্রিয়া’ শুরু করা হবে বলেও জানানো হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মানবিক সহায়তা নিয়ে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। তবে ইসরায়েলি নৌ বাহিনী গত রাত থেকে ফ্লোটিলার অন্তত ৪৪টি জাহাজের মধ্যে ২১টি নৌযান আটক করেছে। 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষ রয়েছেন। এঁদের যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন।

শেয়ার করুন