Bangla
5 months ago

২০২৪ সালের সেরা পাঁচটি সিনেমা কোনগুলো? 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

ভাবছেন কীভাবে নতুন বছর উদযাপন করবেন? অনেকেই হয়তো ভাবছেন এই সময় অলসভাবে সিনেমা দেখে কাটিয়ে দিলে মন্দ হবে না। যদি তাই হয়, তবে এই লেখাটি আপনার জন্যই। বছরজুড়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহে বাণিজ্যিক ও গল্প ভিত্তিক সিনেমা মুক্তি পেয়েছে ৫০টি। সব তো দেখা সম্ভব নয়। এছাড়া ঢালিউডে সিনেমার প্রকৃত ব্যবসার খবর জানতে পাওয়া কিছুটা কষ্টসাধ্য হওয়ায় সেরা সিনেমা বাছাই করা একটু কঠিনই বটে। তবুও সিনেমার বিভিন্ন মাধ্যম ও দর্শকদের রেটিং এর উপর ভিত্তি করে ২০২৪ সালের সেরা পাঁচটি সিনেমা নিয়ে আজকের এই লেখা।

তুফান

সেরা তালিকার প্রথমেই "তুফানের" নাম না বললেই নয়। চলতি বছর ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত এই সিনেমা সিনেমা।  

সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভেঙেছেন শাকিব খান। সিনেপ্লেক্সের কর্মকর্তাদের মতে গত ২০ বছরে যত সিনেমা প্রদর্শিত হয়েছে তাদের মধ্যে সেরা এই তুফান।

বাংলাদেশ ছাড়াও পৃথিবীর ২০টি দেশের ব্লকবাস্টার সাড়া পেয়েছে তুফান। ইতোমধ্যেই "তুফান-টু" নির্মাণের প্রস্তুতি নিয়েছে।

তুফানের দর্শক মনে সাড়া ফেলার অন্যতম কারণ হচ্ছে এর প্লটিং এর ভিন্নতা। তাছাড়াও তুফান সিনেমার দুটি গান আকাশ ও কণার "দুষ্টু কোকিল" এবং প্রীতম ও অন্তরার "লাগে উড়া ধুরা" দর্শক-মনে বেশ সাড়া ফেলেছে।

রাজকুমার

সেরার তালিকার দ্বিতীয়তে রাখা যেতে পারে শাকিন খানের "রাজকুমার" সিনেমাকে। চলতি বছরের এপ্রিল মাসে মুক্তি পেয়েছে হিমেল আশরাফের রাজকুমার। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকা যাত্রার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি যা দর্শকদের মনে সাড়া ফেলতে সফল হয়েছে। এছাড়াও বালাম ও কোনালের রাজকুমার গানটিও দর্শকদের কাছে প্রশংসিত ।

দেয়ালের দেশ

বছরের এপ্রিলে মুক্তি পায় মিশুক মনি নির্মিত এবং শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত "দেয়ালের দেশ।" দেয়ালের দেশ এর মাধ্যমে সিনেমা জগতে অভিষেক করেছেন মিশুক মনি।

সহজ সরল প্রেমের গল্প বিভিন্ন মাত্রায় অসাধারণভাবে উপস্থাপিত হয়েছে এই সিনেমায়। এছাড়া গল্পের সাথে সামঞ্জস্য রেখে নির্মিত ‘বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে দিও’গানটি দর্শকদের জনপ্রিয়তা পেয়েছে।

কাজলরেখা

বাংলাদেশ প্রেক্ষাগৃহে  ঈদ-উল-ফিতরে মুক্তি পায় গিয়াসউদ্দিন সেলিমের "কাজলরেখা।" তিনি ৪০০ বছর আগের রূপকথা মৈমনসিংহ গীতিকার কাজলরেখা অবলম্বনে পরিচালনা করেছেন সিনেমাটি।৪০০ বছর আগের প্রেমের গল্প নিয়ে নির্মিত এ সিনেমাটি দর্শকদের আকর্ষণ করেছে।

৮৪০

বছরের শেষ চমক হিসেবে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত "৮৪০" যা দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

রাজনৈতিক বিদ্রুপধর্মী চলচ্চিত্রটিতে ডিসেম্বরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

পরিচালকের মতে, তার নির্মিত ২০০৭ সালের দীর্ঘ ধারাবাহিকের সিকুয়‍্যেল হিসেবে নির্মাণ করেছেন এই সিনেমাটি যা তার ভাষ্যমতে "৪২০" এর ডাবল আপ "৮৪০।"

jarinohi99@gmail.com

শেয়ার করুন