প্রকাশিত হয়েছে :
সংশোধিত :
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
নরওয়ের রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এই খবর নিশ্চিত করেছে।
পাকিস্তানে মানবাধিকার এবং গণতন্ত্রকে এগিয়ে নিতে তাঁর বিশেষ অবদানকে স্বীকৃতি দিয়ে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
জানা গেছে, পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স (পিডব্লিউএ) নামের একটি অ্যাডভোকেসি গ্রুপের প্রচেষ্টায় ইমরান খানের নাম ২০২৫ সালের শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। পিডব্লিউএ, পার্টিয়েট সেন্ট্রামের একটি অঙ্গসংগঠন।
ওই বার্তায় বলা হয়, "আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিডব্লিউএ এমন একজনকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে, যিনি এই পুরস্কারের জন্য যথার্থ। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানে মানবাধিকার এবং গণতন্ত্রকে এগিয়ে রাখতে যে অবদান তিনি রেখেছেন, সেই দিকটি বিবেচনা করে আমরা তার নাম সুপারিশ করেছি।"