Bangla
2 days ago

২১ আগস্ট গ্রেনেড হামলা: আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি আজ

প্রকাশিত হয়েছে :

সংশোধিত :

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আজ মঙ্গলবার (২৭ মে) অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ মে) বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই শুনানির তারিখ নির্ধারণ করেন।

এর আগে, গত ১ ডিসেম্বর হাইকোর্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলাতেই খালাস দেন। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ১৯ মার্চ আপিল দায়ের করে।

এদিকে আসামিপক্ষের আইনজীবীরা আশা প্রকাশ করেছেন, আপিল বিভাগেও হাইকোর্টের খালাসের আদেশ বহাল থাকবে। 

শেয়ার করুন